রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোর ও নওগাঁর দুজন করে এবং ঝিনাইদহের একজন। মৃত ব্যক্তিদের মধ্যে আটজন করোনা পজিটিভ ছিলেন। তাঁদের পাঁচজনই রাজশাহীর। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর একজন করে।
আগের দিন এই হাসপাতালে মৃত্যু হয়েছিল ১৩ জনের। ১৯ দিনের মাথায় এই হাসপাতালের করোনা ওয়ার্ডে ফের ১৬ জনের মৃত্যু হলো। ৪ জুন ১৬ জনের মৃত্যু হয়েছিল।
এ নিয়ে চলতি মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ নিয়ে মোট ২৩৭ জনের মৃত্যু হলো। এর মধ্যে ১৩ জুন থেকে এ পর্যন্ত মৃত্যু ১০ থেকে ১৬–এর মধ্যে ওঠানামা করছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬০ জন। ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন ৪২ জন। এখন হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ৪১০ জন। এর মধ্যে করোনায় সন্দেহভাজন রোগী ১৭৪ জন, করোনা পজিটিভ রোগী ১৮১ আর করোনা নেগেটিভ হয়েছেন ৫৫ জন। আগের দিন মোটর রোগীর সংখ্যা ছিল ৩৯৩।
আগের দিন দুটি ল্যাবে রাজশাহীর মোট ৪৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে শনাক্ত হয়েছে ১৫১ জনের। রাজশাহীর শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ০৪ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ২৫ দশমিক ৭৭ শতাংশ। আগের দিন রাজশাহী শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৫১ আর চাঁপাইনবাবগঞ্জের ছিল ২৯ দশমিক ৮৭ শতাংশ।
হাসপাতালে গতকাল শয্যাসংখ্যা বাড়িয়ে ৩৫৭ করা হয়েছে। গতকাল থেকেই এই ওয়ার্ডে রোগী ভর্তি করা শুরু হয়েছে। এই ওয়ার্ডে ৪১ জন রোগী ভর্তি করা হয়েছে