করোনায় মৃত্যুফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ৬৪৯ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ১৭ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১২ দশমিক ৩২ শতাংশ। আজ বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
৯ জনের মধ্যে করোনায় ৫ জনের, করোনা নেগেটিভ হয়ে ১ জনের ও করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। মৃত ব্যক্তিদের মধ্যে পাবনার পাঁচজন, রাজশাহীর দুজন, নাটোর ও নওগাঁর একজন করে আছেন।
এ নিয়ে আগস্টে এখন পর্যন্ত ১৩৮ জনের মৃত্যু হয়েছে। জুলাইয়ে মারা গেছেন ৫৩৫ জন। জুনে ৩৪৬ জন মারা গেছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, গত এক দিনে হাসপাতালের করোনা ওয়ার্ডে নতুন করে ৩০ জন ভর্তি হয়েছেন। একই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২৮ জন। হাসপাতালে বর্তমানে ৫১৩ শয্যার বিপরীতে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৫৪। এর মধ্যে করোনা পজিটিভ ১৪০ জন, নেগেটিভ ৪০ জন ও করোনা উপসর্গ নিয়ে ৭৪ জন ভর্তি আছেন।
হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে শুধু রাজশাহী জেলার রোগী ১২২ জন। নাটোরের ৩৮, পাবনার ৩০, নওগাঁর ১৭ ও চাঁপাইনবাবগঞ্জের ৩২ জন ভর্তি আছেন।
বিএসডি/আইপি