নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকার মধ্যবর্তী স্থানে আন্দোলন করেন চালকরা। দুপুর থেকে চালকরা প্রায় কয়েক ঘণ্টা রাস্তা অবরোধ করে আন্দোলন করেন। এর ফলে আগারগাঁও থেকে মিরপুর ১০ নম্বর পর্যন্ত সড়কে যানজটের সৃষ্টি হয়। যদিও বিকেল চারটার আগে রিকশাচালকরা চলে যায়। তবে তাদের আন্দোলনের কারণে সৃষ্ট যানজটের রেশ এখনো রয়েছে ওই এলাকায়।
এ বিষয়ে ট্রাফিক মিরপুর বিভাগের ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে বলা হয়, কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী এলাকায় রিকশা চালকদের আন্দোলন করার কারণে আগারগাঁও-মিরপুর ১০ রুটে যান চলাচল ব্যাহত হচ্ছে। টিম ট্রাফিক মিরপুর বিভাগ ডিসি ট্রাফিক মিরপুর স্যারের নির্দেশে যানচলাচল স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।
বুধবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসিনা ফেরদৌস বলেন, আন্দোলনরত রিকশা চালকরা এখন চলে গেছে। তবে তারা কয়েক ঘণ্টা রাস্তা অবরোধ করে আন্দোলন করেছিল। এর ফলে পুরো এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে, যার রেশ এখনো রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা কাজ করছি।
এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বর্তমানে প্রায় ১৩ লাখ রিকশা চলাচল করছে রাজধানীতে। যার বড় একটি অংশ ব্যাটারিচালিত। পুরাতন প্যাডেলচালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে।