খেলাধূলা প্রতিনিধি:
দুর্দান্ত সময় পার করছে রিয়াল মাদ্রিদ। ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে দলটি। অন্যদিকে, ২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে বার্সেলোনা তিনে।
১৫ পয়েন্ট নিয়ে বিশাল ব্যবধানের কারণে আজ রিয়ালের ডেরা বার্নাব্যুতে মৌসুমের শেষ এল ক্লাসিকোর আবহ কিছুটা নিরুত্তাপ। কারণ, এই ম্যাচের ফল শিরোপার লড়াইয়ে সরাসরি কোনো প্রভাব ফেলবে না।
বার্সেলোনার জন্য এবারের ক্লাসিকো কার্যত মর্যাদার লড়াই। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে শেষ চার ম্যাচেই তারা হেরেছে।
কিন্তু রিয়াল কোচ কার্লো আনচেলত্তির কাছে এই ম্যাচও ফাইনাল! বার্সাকে হারিয়ে যত দ্রুত সম্ভব লিগ শিরোপা ঘরে তুলতে চান তিনি। পাশাপাশি, চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রতিপক্ষ চেলসিকে দিতে চান নিজেদের রুদ্ররূপের বার্তা।
বিএসডি/ এমআর