খেলাধূলা প্রতিনিধি:
৩৪ বছর পার করেছেনে করিম বেনজেমা। বয়স অনুসারে জার্সি-বুট গোছানোর সময় এসে গেছে তার। কিন্তু পড়ন্ত বেলায় এসেই কি-না ভালো ফর্ম দেখিয়ে যাচ্ছেন ফরাসি স্ট্রাইকার। রোববার রাতে লা লিগায় দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বেনজেমার গোলেই সেভিয়াকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। চলতি লিগে ২৭ ম্যাচে করিমের গোলসংখ্যা ২৪।
দলের এমন প্রাত্যাবর্তনে ম্যাচ শেষে মুগ্ধতা প্রকাশ করেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। আনচেলত্তি বলেছেন, সবাই অপেক্ষায় আছে রিয়াল মাদ্রিদ হোঁচট খাবে, কিন্তু রিয়াল হোঁচট খায় না। কারণ আমাদের আছে সেই মানসিকতা ও দৃঢ়তা। দুটি ভুলের পরও ছেলেরা হাল ছেড়ে দেয়নি এবং পেছন থেকে ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্য এই জয়ের কৃতিত্ব তাদেরই। এই দলের এমন পারফরম্যান্সে আমি বিস্মিত নই, তবে দ্বিতীয়ার্ধে দল যেমন খেলেছে, তাতে আমি গর্বিত। দলের সবার প্রতি কৃতজ্ঞতা।
র্যামন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে খেলার ২১ ও ২৫ মিনিটের দুই গোলে এগিয়ে যায় স্বাগতিক সেভিয়া। তবে বিরতির পর ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্য জয় পায় অতিথিরা। ২১ মিনিটেই মাদ্রিদ শিবিরকে স্তব্ধ করে দিয়েছিলেন সেভিয়ার মিডফিল্ডার ইভান রাকিতিচ। ফ্রি কিক থেকে বাঁকানো শটে থিবো কোর্তোয়াকে বোকা বানান ক্রোয়েশিয়ান তারকা। চার মিনিট পর স্কোর ২-০ করতে সময় নেননি এরিক লামেলা।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই গোল পেতে পারতো অতিথিরা। কিন্তু করিম বেনজিমা সেভিয়া গোলকিপার বোনোকে পরাস্ত করতে পারেননি। তার শট ফিরিয়ে দেন তিনি। দুই মিনিট পর অবশ্য আর ভুল হয়নি। বক্সের বাইরে পাওয়া সতীর্থের পাস শক্তিশালী শটে জালে জড়িয়ে দেন বদলি হয়ে নামা রদ্রিগো। ৮২ মিনিটে স্কোর ২-২ সমতা আনেন নাচো। একটা সময় ড্রয়ের সম্ভাবনা দেখা দিলেও যোগ করা সময়ে (৯০+২ মিনিটে) রিয়ালে দারুণ জয় এনে দেন করিম বেনজেমা ।
এই জয়ের পর ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল। দুই ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। সেভিয়াও ৩২ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। শিরোপা ঘরে তোলা কেবল রিয়ালের সময়ের ব্যাপার।
বিএসডি/ এমআর