ক্রীড় ডেস্ক,
পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে জয় পেয়েছে বাংলাদেশ। সফরকারী নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়েছে টাইগাররা। এ ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
অল্প সময়ের মাঝে ৩ উইকেট পড়ে গেলে ক্রিজে আসেন রিয়াদ। এরপর নাঈম শেখকে সঙ্গে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন তিনি। শেষ দিকে রানের গতি বাড়িয়ে দলকে লড়াই করার মতো স্কোর এনে দিতেও পালন করেন বড় ভূমিকা।
শেষ পর্যন্ত ৩২ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন রিয়াদ। তার পাশাপাশি লিটন দাস ও নাঈমের ব্যাটে ভর করে ৬ উইকেটে ১৪৬ রান করে বাংলাদেশ। জবাবে ৫ উইকেটে ১৩৭ রান করতে পারে নিউজিল্যান্ড।
এ ম্যাচে বল হাতে এক ওভার করেন রিয়াদ। রান দেন মাত্র ৭। এর পাশাপাশি বোলিং পরিবর্তন করা, ফিল্ডিং সাজানো সব্দিকেই ক্ষুরধার মস্তিষ্কের প্রমাণ দিয়েছেন তিনি। যে কারণে টম লাথাম ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেললেও রিয়াদকেই ম্যাচ সেরা নির্বাচিত করেছেন ধারাভাষ্যকাররা।
সিরিজের তৃতীয় ম্যাচে আগামী রোববার মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এ ম্যাচ জিতলে প্রথমবারের মতো কিউইদের টি-২০ সিরিজে হারাবে টাইগাররা।
বিএসডি/এএ