বর্তমান সময় ডেস্ক-
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতায় হাসেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডে নিহত আরও ২১ জনের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গ থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (৭ আগস্ট) বেলা ১১টার পর থেকে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
নারায়ণগঞ্জ সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জীবন কান্তি সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৪ আগস্ট অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় ২৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়। আর আজ আরও ২১ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মোস্তাফিজুর রহমান জানান, নিহতদের প্রত্যেকের পরিবারের সদস্যদের হাতে ২৫ হাজার টাকার চেক দেওয়া হয়।
যে ২১ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে তারা হলেন, কিশোরগঞ্জের মাহমুদা আক্তার, নেত্রকোনার মোছা. শান্তা মনি, রাজশাহীর মাহবুবুর রহমান, জামালপুরেরে জিহাদ রানা, কিশোরগঞ্জের রহিমা আক্তার, মিনা খাতুন, আমেনা আক্তার, মোছা. রাবেয়া আক্তার, মোছা. রহিমা আক্তার, মো. আকাশ মিয়া, কম্পা রানী, মোছা. সেলিনা আক্তার, মোছা. তাসলিমা আক্তার, মোছা. ফাকিমা আক্তার, ভোলার মো. নোমান, শামীম হোসেন, মো.হাসনাইন, নোয়াখালীর নাজমুল হোসেন, নীলফামারীর স্বপন মিয়া, হবিগঞ্জের শেফালী রাণি সরকার, আমৃতা বেগম।
গত ৮ জুলাই রূপগঞ্জে সজীব গ্রুপের প্রতিষ্ঠানের হাসেম ফুডস কারখানায় আগুন লাগে। আগুনে পুড়ে মারা যান ৪৮ জন।
বিএসডি/এমএম