নিজস্ব প্রতিবেদক:
রোটারী ক্লাব অব ঢাকা রাইজিং স্টারস্ ও ঢাকা স্টারস্-এর উদ্যোগে প্রথম থেকে দ্বাদশ শ্রেণীতে বিনাবেতনে অধ্যয়নের
সুযোগপ্রাপ্ত সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (১৭ অক্টোবর) সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
প্রায় ৪০ বছর আগে মিরপুরে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এসওএস হারম্যান মেইনার কলেজে অনুষ্ঠিত এই আয়োজনে স্কুল ও কলেজ পর্যায়ের
শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এ সময় শিক্ষকমণ্ডলী এবং রোটারী ক্লাবের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ
প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ঢাকা রাইজিং স্টারস্ এর চার্টার্ড প্রেসিডেন্ট প্রফেসর শাহ আলম চৌধুরী এবং ক্লাবের প্রেসিডেন্ট এসওএস চিলড্রেন্স ভিলেজের
ন্যাশনাল ডিরেক্টর ডাঃ এনামুল হক এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, রোটারী সবসময় সুবিধাবঞ্চিতদের পাশে আছে এবং থাকবে।
তাদের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে রোটারী গুরুত্ব দিয়ে বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে। তাঁরা আরো বলেন, যে সকল ইস্যুগুলো নিয়ে
বাংলাদেশে রোটারী গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে সে সকল বিষয়ের মধ্যে শিক্ষা ও পরিবেশ অন্যতম। এই ধরনের একটি সুযোগ করে
দেওয়ার জন্য কলেজের প্রিন্সিপালকে তারা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে এসওএস হারম্যান মেইনার কলেজের প্রিন্সিপাল রাফিয়া আক্তার উপস্থিত থেকে রোটারী ক্লাবকে ধন্যবাদ জানান। তিনি বলেন,
খাতা-কলম, পেন্সিল, জ্যামিতি বক্স, স্কুল ব্যাগসহ যে সকল উপকরণ সুবিধাবঞ্চিতদের প্রদান করা হলো সেগুলো নিঃসন্দেহে তাদের
উপকারে লাগবে।
অনুষ্ঠানে কলেজের ভাইস প্রিন্সিপাল বেগম সামসুন্নাহার, রোটারিয়ান ডক্টর নাসিরুদ্দিন, রোটারিয়ান খায়রুল আলম লিমন, রোটারিয়ান
দেবাশীষ মল্লিক, রোটারিয়ান হোসেন আসিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএসডি/আরএইচ