বর্তমান সময় প্রতিবেদন:
পাঁচ নারী পেয়েছেন বেগম রোকেয়া পদক। নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে অসামান্য ভূমিকা রাখায় তাদের রাষ্ট্রীয় এ সম্মাননা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক বিতরণ করেন।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যুক্ত হন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তার পক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা পদক তুলে দেন।
নারী শিক্ষায় অবদান রাখায় অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা এবং নারী অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় যশোর জেলার অর্চনা বিশ্বাস রোকেয়া পদক পেয়েছেন।
নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় কুমিল্লার শামসুন্নাহার রহমান পরাণ এবার মরোণোত্তর পদক পেয়েছেন।
আর সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে ভূমিকা রাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রোকেয়া হলের প্রভোস্ট জিনাত হুদা এবং পল্লী উন্নয়নে ভূমিকার জন্য কুষ্টিয়ার গবেষক সারিয়া সুলতানাকে রোকেয়া পদক দেওয়া হয়।
পদক পাওয়া নারীদের প্রত্যেকের হাতে চার লাখ টাকার চেক, রেপ্লিকাসহ একটি ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের স্বর্ণপদক এবং সম্মাননাপত্র দেওয়া হয়।
প্রসঙ্গত নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তার অবদান স্মরণ করে প্রতিবছর এ পুরস্কার দেয় বাংলাদেশ সরকার।
বিএসডি/ এলএল