নিজস্ব প্রতিবেদক,
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে ইয়াবা বিক্রির ৩০ লাখ ৭৫ হাজার ৮০০ টাকাসহ মোটরসাইকেল আরোহী দুই হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে আর্মড পুলিশ।
মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে ৯ নম্বর রোহিঙ্গা শিবিরের ফুটবল খেলার মাঠ সংলগ্ন চেকপোস্টের সামনের রাস্তায় টাকাসহ তাদেরকে আটক করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
আটকরা হলেন- কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল মনুপাড়া এলাকার বাসিন্দা বদিউল আলমের ছেলে মো. রিয়াজ উদ্দিন রিয়াজ ও আখতার কামালের ছেলে রিয়াদ কামাল।
জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্পভিত্তিক ইয়াবা বিক্রির টাকা আসে অবৈধ হুন্ডির মাধ্যমে। মূলত ইয়াবার টাকা বিতরণ করতে এসে আর্মড পুলিশের হাতে আটক হন দুই পেশাদার হুন্ডি ব্যবসায়ী।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত অধিনায়ক মোহাম্মদ কামরুল হোসেন বলেন, জব্দকৃত টাকার উৎস সম্পর্কে সঠিক তথ্য দিতে না পারায় তাদেরকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী উপ-পুলিশ পরিদর্শক ফরিদুল ইসলাম জানান, আটকদের কাঁধে ঝুলানো ব্যাগ এবং পরিহিত প্যান্টের ভেতর তল্লাশি চালিয়ে ৩০ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। একইসঙ্গে তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বিএসডি/আইপি