খেলাধূলা প্রতিনিধি:
২৬ বলে ৩ চারে ২৭ করেছেন হুদা। আবেশের ৪ বলে ১২ রানের পর তৃতীয় সর্বোচ্চ ১১ রান (১০ বল) দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডি ককের। দলটির অধিনায়ক লোকেশ রাহুল করেছেন ৮ রান। গুজরাটের আফগান লেগ স্পিনার রশিদ খান ২৪ রানে নিয়েছেন ৪ উইকেট। আইপিএল অভিষিক্ত বাঁহাতি স্পিনার রবিশ্রীনিবাসন সাই কিশোর ৭ রানে ও বাঁহাতি পেসার যশ দয়াল ২৪ রানে নিয়েছেন ২টি করে উইকেট।
এর আগে গুজরাটের ইনিংসে সর্বোচ্চ ৬৩ রান উদ্বোধনী ব্যাটসম্যান শুবমান গিলের। ৪৯ বলে ৭ চারে ৬৩ রান তুলে অপরাজিত ছিলেন ভারতের হয়ে ১০টি টেস্ট খেলা ব্যাটসম্যান। ২৪ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান ডেভিড মিলারের। এ ছাড়া ১৬ বলে অপরাজিত ২২ রান করেন রাহুল তেওয়াতিয়া। গুজরাট শেষ ১০ ওভারে তুলেছে ৮৫ রান।
দুদলের পার্থক্য গড়ে দেওয়া অর্ধশতকের জন্য ম্যাচসেরা হয়েছেন শুবমান গিল।
বিএসডি/ এমআর