চণ্ডীপাঠ ও আগমনী গান পরিবেশনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের মহালয়া পর্ব অনুষ্ঠিত হয়েছে।
এর মাধ্যমেই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শনিবার ভোর ৬টায় শহরের শ্যাম সুন্দর মন্দিরে মহালয়া উপলক্ষ্যে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। ভোর ৬টায় সমবেত চন্ডীপাঠ ও আবাহনী গান পরিবেশন দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
পরে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
বিএসডি/এসএস