বিনোদন ডেস্ক:
তেলেগু সিনেমার অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। ‘লাইগার’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে এটি।
এদিকে মুক্তির আগে দর্শকের মধ্যে কৌতূহল জাগালেও বক্স অফিসে মোটেও সাড়া ফেলতে পারেনি ‘লাইগার’। এতে মোটা অঙ্কের ক্ষতির মুখে পড়েছেন পরিবেশকরা। তবে এই জন্য ক্ষতিপূরণ দেবেন সিনেমাটির পরিচালক পুরী জগন্নাথ।
দক্ষিণী সিনেমার পরিবেশক ওয়ারাঙ্গাল শ্রীনু জানান, নির্মাতা পুরী জগন্নাথ বিষয়টি দেখছেন। খুব শিগগির হায়দরাবাদে যাবেন এই নির্মাতা। এরপর পরিবেশকদের সঙ্গে দেখা করে তাদের ক্ষতি পুষিয়ে দেবেন। তিনি বলেন, ‘আমার বিনিয়োগের ৬৫ শতাংশ হারিয়েছি।’
শ্রীনু মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বয়কট ট্রেন্ডের কারণে ‘লাইগার’ সিনেমার ভরাডুবি হয়েছে। তার ভাষায়, ‘আমরা কি এটা অনুধাবন করছি যে, অভিনয়শিল্পী ও নির্মাতাদের বয়কট করতে গিয়ে আমরা কত অসহায় পরিবারকে ধ্বংস করছি! সিনেমা কমে যাবে, আর এই শিল্পের ওপর নির্ভর করে যারা রোজগার করে তাদের পরিবারের মধ্যে ঝামেলা তৈরি হবে। সিনেমা শিল্প খুবই খারাপ একটা সময় পার করছে। সামাজিক যোগাযোগমাধ্যম সিনেমা নিষিদ্ধের যে সংস্কৃতি তৈরি হয়েছে তা এড়িয়ে চলতে হবে। প্রতিদিনই আমাদের বিরুদ্ধে তাদের কোনো না কোনো ক্যাম্পেইন থাকে। এটা অযৌক্তিক। সিনেমা দেখুন, যদি পছন্দ না হয় বয়কট করুন। কিন্তু মুক্তির আগে ও সিনেমা না দেখে কীভাবে বয়কট করছেন?’
স্পোর্টস-অ্যাকশন ঘরানার ‘লাইগার’ পরিচানার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন পুরী জগন্নাথ। হিন্দির পাশাপাশি তেলেগু ভাষায় সিনেমাটির শুটিং হয়েছে। পাশাপাশি তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তি দেওয়া হয়। এটি প্রযোজনা করেছেন করন জোহর। ১৭৫ কোটি রুপি বাজেটের এই সিনেমা মাত্র ৫০ কোটি রুপির মতো আয় করেছে।
বিএসডি/এফএ