জেলা প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলায় মিছিল করে এসে মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলা করা হয়েছে।
লামা থানার ওসির দায়িত্বপ্রাপ্ত এসআই মো. জুম্মা জানান, কুমিল্লায় মন্দিরে কোরআন অবমাননা করা হয়েছে এমন অভিযোগ এনে বৃহস্পতিবার সকালে ‘সর্বস্তরের তৌহিদী জনতা’ ব্যানারে প্রতিবাদ মিছিল করে এসে এই হামলা চালানো হয়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে ১২-১৩ জন আহত হয়। সংঘর্ষ থামাতে গিয়ে একজন এসআইসহ তিন পুলিশ সদস্যও আহত হন।
আহতদের উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দুপুর পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশপাপাশি সেনা ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
লামা বাজার হরি মন্দির কমিটির সভাপতি প্রশান্ত ভট্টাচার্য বলেন, “হরি মন্দিরটির প্রচুর ভাংচুর হয়েছে। কিন্তু আমাদের ছেলেদের প্রতিরোধে প্রতিমাগুলো রক্ষা পেয়েছে। বাজার এলাকায় হিন্দু সম্প্রদায়ের অনেক ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানেও ভাংচুর হয়েছে।
“হিন্দু সম্প্রদায়ের অন্তত ৩০ জন আহত হয়েছেন। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। ঘর থেকে বের হতে না পারায় ঠিক কয়টা ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।”