আন্তর্জাতিক ডেস্ক
সাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের পথে পাঁচ শতাধিক অভিবাসীকে আটক করেছে লিবিয়া। তাদের মধ্যে অনেক বাংলাদেশিও রয়েছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, লিবিয়ার কোস্ট গার্ডের আটক করা অভিবাসীদের মধ্যে বাংলাদেশ, সুদান, সোমালিয়া ও সিরিয়ার নাগরিক রয়েছেন।
ইউএনএইচসিআর জানিয়েছে, আটককৃত এসব অভিবাসীদের মধ্যে কোনো দেশের নাগরিক কতজন তা জানানো হয়নি। তাদের নৌকা রোববার আটক করা হয়। এরপর পশ্চিমাঞ্চলীয় শহর জাভিয়ার একটি তেল পরিশোধনাগার পয়েন্টে নেয়া হয়।
এশিয়া ও আফ্রিকা থেকে ভয়ংকর সমুদ্রপথ পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের জন্য লিবিয়া রুট ব্যবহার করে অভিবাসনপ্রত্যাশীরা। প্রাণহানি ও সাগরে ডুবে যাওয়ার অসংখ্য ঘটনা ঘটলেও এই ভয়ংকর যাত্রা থামেনি। সম্প্রতি লিবিয়া নারী শিশুসহ ৯০ অভিবাসীকে আটক করে। তাদের ত্রিপোলিতে পাঠানো হয়েছে।
ইউএনএইচসিআর জানিয়েছে, নৌকাটি থেকে দুই অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে, সাগরে নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৪০ জন।
বিএসডি/এমএম