অনলাইন ডেস্ক
চট্টগ্রামের হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়ন থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে ৩টার দিকে ইসলামিয়াহাট এলাকার রুস্তম আলী চৌকিদারের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল কাদের।
তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে হাটহাজারী থেকে একটি অজগর উদ্ধার করা হয়। সাপটির দৈর্ঘ্য প্রায় ৭ ফুট, ওজন প্রায় ৯ কেজি। পরে সাপটি হাটহাজারী বন বিটের গহীন বনে অবমুক্ত করা হয়েছে।
বন বিভাগের কর্মকর্তারা বলেন, সাপ বা যে কোনো বন্যপ্রাণী লোকালয়ে এসে মানুষের ঘরে প্রবেশ করলে তাকে হত্যা না করে বন বিভাগকে জানানো উচিত।
উল্লেখ্য, এর আগে গত ১৭ নভেম্বর হাটহাজারীর নন্দীর হাট, সন্দ্বীপ পাড়া ও জামতলা এলাকায় তিনটি পৃথক ঘর থেকে ২১টি সাপ উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করেছে বনবিভাগ।
বিএসডি/এসএ