বিনোদন ডেস্ক:
‘ভাবুন সেই সব নারী ও মেয়ের কথা, যাঁরা ইউক্রেন ও সারা বিশ্বে তাঁদের দেশের জন্য নায়কোচিত লড়াই করছেন। সৈনিক হিসেবে, মা হিসেবে, সংগঠক হিসেবে, উদ্বাস্তু তত্ত্বাবধায়ক হিসেবে, প্রতিবাদী হিসেবে, সাংবাদিক হিসেবে ইউক্রেন ও প্রতিবেশী দেশে জীবনের ঝুঁকি নিয়েছেন এই নারীরা। আপনারা অবিশ্বাস্য এবং পুরো বিশ্ব আপনাদের সঙ্গে আছে।’ জেনিফার তাঁর স্ট্যাটাসে লিখেছেন।
জেনিফার আরও বলেন, এসব নারীকে কীভাবে সহযোগিতা করা যায়, এটি বের করা কঠিন। তাই তিনি বিভিন্ন মানবাধিকার ও দাতব্য সংস্থার লিংক দিয়েছেন ওই পোস্টে, যাতে লড়াই করা ওই নারীদের যে কেউ সহযোগিতা করতে পারেন।
পশ্চিমা বিশ্ব যেভাবে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে, তেমনি পশ্চিমা তারকারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ইউক্রেনের দিকে। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য প্ল্যাটফর্মে ইউক্রেনের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনের পাশে দাঁড়িয়েছেন মিলা কুনিস ও অ্যাস্টন কুচারও। তাঁরা ইউক্রেনের সাধারণ জনগণকে সহায়তা করতে তহবিল গঠনে কাজ করছেন। সাত বছর বয়সে কুনিস যুক্তরাষ্ট্রে যাওয়ার আগপর্যন্ত ইউক্রেনের চেরনিভতসিতে ছিলেন। সেখানেই জন্ম এই হলিউড অভিনেত্রীর। তিনি জানিয়েছেন, তাঁরা যে লক্ষ্য নিয়ে তহবিল গঠনে নেমেছেন, তার অর্ধেক সংগ্রহ হয়েছে। তিন কোটি ডলারের একটি তহবিল গঠনের লক্ষ্যে কাজ করছেন তাঁরা। এ ছাড়া পাশে দাঁড়িয়েছেন ব্ল্যাক লাইভলি ও তাঁর স্বামী রায়ান রেনল্ডসও। ১০ লাখ ডলার দিয়েছেন তাঁরা ইউক্রেনে সহযোগিতার জন্য।
বিএসডি/ এমআর