বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণেরবারসহ মনিরুজ্জামান (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
রবিবার (১৯জুন) সকাল ৮টার দিকে বিজিবি অভিযান চালিয়ে স্বর্ণসহ মনিরুজ্জামানকে আটক করে। সে বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের শের আলীর ছেলে।
জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৭৯ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ১ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি এক স্বর্ণ পাচারকারী ঢাকা থেকে ছেড়ে আসা বাস সাতক্ষীরা এক্সপ্রেস থেকে নেমে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের উদ্দ্যেশে শার্শার নাভারণ সাতক্ষীরা মোড়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি অভিযানিক দল শার্শার নাভারণ সাতক্ষীরা মোড় থেকে মনিরুজ্জামানকে ১০টি স্বর্ণেরবারসহ হাতেনাতে আটক করা হয়।
এ ব্যাপারে আটক স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বিএসডি/ এমআর