ওয়ানডেতে এর আগে মাত্র একবারই ৫০ রানের নিচে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা
৫০—এই স্কোর অনেক দিন ভুলতে পারবে না শ্রীলঙ্কা। ভারতও পারবে না!
শ্রীলঙ্কার না পারার কারণটা নাহয় বোঝা গেল। খেলাধুলায় অন্তত পারফরম্যান্সে ‘লজ্জা’ বলে কোনো কিছুর অস্তিত্ব না থাকলেও এবার এশিয়া কাপ ফাইনালে মাত্র ৫০ রানে অলআউট হওয়াকে লঙ্কানরা ‘লজ্জা’ হিসেবেই নেবেন। ওয়ানডেতে এর আগে মাত্র একবারই ৫০ রানের নিচে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা (৪৩)। সেটা ১১ বছর আগে দক্ষিণ আফ্রিকার কাছে ওয়ানডে সিরিজে। কিন্তু এ তো এশিয়া কাপ, মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর, সেখানে ফাইনালে উঠে মাত্র ৫০ রানে অলআউট! নাহ, লজ্জায় মাথা নুইয়ে ফেললে লঙ্কানদের দোষ দেওয়া যায় না। কিন্তু ভারত ভুলতে পারবে না কেন? কারণ, ভারত ওয়ানডে ইতিহাসে এর আগে কখনোই কোনো দলকে ৫০ রানের মধ্যে অলআউট করেনি। অভূতপূর্ব!
কিন্তু যদি এর উল্টোটা বিবেচনা করা হয়, তাহলে লঙ্কানরা বলতে পারেন, যাহ! শিকারিই যখন শিকার! ভেঙে বলা যাক। বলুন তো, ওয়ানডেতে প্রতিপক্ষকে ৫০ রানের মধ্যে সবচেয়ে বেশিবার অলআউট করেছে কোন দল? উত্তর যেহেতু জানাই, তাই ‘শিকারিই যখন শিকার’—কথার অর্থও নিশ্চয়ই ধরে ফেলেছেন! শ্রীলঙ্কা। এশিয়ার দ্বীপদেশ ওয়ানডেতে প্রতিপক্ষকে সর্বোচ্চ ৩ বার ৫০ রানের মধ্যে অলআউট করেছে। তবে প্রতিপক্ষ কিন্তু তিনটি নয়, দুটি-একটি টেস্ট খেলুড়ে, অন্যটি এখনো টেস্ট খেলার মর্যাদা পায়নি।
ওয়ানডেতে প্রতিপক্ষকে ৫০ রানের মধ্যে সবচেয়ে বেশিবার অলআউট করা শ্রীলঙ্কাই এবার আটকে গেছে
ওয়ানডেতে প্রতিপক্ষকে ৫০ রানের মধ্যে সবচেয়ে বেশিবার অলআউট করা শ্রীলঙ্কাই এবার আটকে গেছে
২০০১ সালে কলম্বোয় এলজি ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে ৩৮ রানে অলআউট করেছিল শ্রীলঙ্কা। দুই বছর পর ২০০৩ বিশ্বকাপে কানাডাকে অলআউট করে আরও কম রানে—এবার ৩৬। পরের বছর জিম্বাবুয়ে সফরে গিয়েও প্রায় একই কাণ্ড! এবার শ্রীলঙ্কার কাছে জিম্বাবুয়ে অলআউট মাত্র ৩৫ রানে। সালটা উল্টো করে হিসাব করলে শ্রীলঙ্কার প্রতিপক্ষকে এত কম রানে অলআউট করাও যেন ক্রম অনুযায়ী—৩৫, ৩৬ ও ৩৮!
ওয়ানডেতে প্রতিপক্ষকে ৫০ রানের মধ্যে অলআউট করার ঘটনাই আছে মাত্র ১০টি। শ্রীলঙ্কা তিনবার এবং বাকি সাতবার এই কাণ্ড ঘটিয়েছে সাতটি আলাদা দল—অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নেপাল, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ২০০৯ সালে চট্টগ্রামে জিম্বাবুয়েকে ৪৪ রানে অলআউট করেছিল বাংলাদেশ। সে যাহোক, বিবেচনার পারদটা আরেকটু উঁচু করা যায়। মানে, ওয়ানডে ম্যাচে প্রতিপক্ষকে ১০০ রানের মধ্যে সবচেয়ে বেশিবার অলআউট করেছে কোন দল?অধিনায়ক দাসুন শানাকাকে কি সান্ত্বনাই দিচ্ছিলেন কোচ ক্রিস সিলভারউড?
এখানেও উত্তরটা শ্রীলঙ্কাই—২০ বার। ওয়ানডেতে এমন ঘটনা ঘটেছে ১৪২ বার। শ্রীলঙ্কা শীর্ষে থাকলেও তাদের কাঁধে নিশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া। প্রতিপক্ষকে তারা ১০০–এর মধ্যে অলআউট করেছে ১৯ বার। তিনে পাকিস্তান (১৬), চারে ওয়েস্ট ইন্ডিজ (১৩) ও পাঁচে ভারত (১২)। ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সমান ১০ বার করে প্রতিপক্ষকে ১০০ রানের মধ্যে অলআউট করেছে। বাংলাদেশ করেছে দুবার। ২০০৯ সালে চট্টগ্রামে জিম্বাবুয়েকে ৪৪ রানে অলআউট করার দুই বছর পর ২০১১ সালে সেই চট্টগ্রামেই ওয়েস্ট ইন্ডিজকে ৬১ রানে অলআউট করেছিল বাংলাদেশ।
বিএস/এলএম