আন্তর্জাতিক ডেস্ক:
গত ১১ জানুয়ারি বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের নাগরিক ডেভিড বেনেটের শরীরে জেনেটিক্যালি রূপান্তরিত শুকরের হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল। অস্ত্রোপচারের প্রায় ২ মাস পর গত মঙ্গলবার তিনি মারা যান।
প্রায় ৭ ঘণ্টার যুগান্তকারী ও পরীক্ষামূলক এ অস্ত্রোপচারের নেপথ্যে থাকা দ্য ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড মেডিকেল সেন্টারের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি গতকাল এ তথ্য জানিয়েছে।
চিকিৎসকরা ডেভিডের মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ জানাননি। তবে বেশ কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল বলে তারা জানান।
ডেভিডের ছেলে ডেভিড বেনেট জুনিয়র এই পরীক্ষামূলক অস্ত্রোপচারের উদ্যোগের প্রশংসা করেছিলেন।ডেভিড মারা যাওয়া পর বিবৃতিতে বেনেট জুনিয়র হাসপাতালের এই উদ্যোগকে অভিনব ও ঐতিহাসিক বলে অভিহিত করে বলেন, ‘আমরা আশা করি এই গল্পটি আশার উদ্রেক করবে। এখানেই (এ ধরনের উদ্যোগের) শেষ নয়।চিকিৎসকরা বেশ কয়েক দশক ধরে মানবদেহে অন্যান্য প্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপনের সম্ভাব্যতা নিয়ে কাজ করছেন। জটিল রোগে আক্রান্ত মানুষদের বাঁচাতে এ ধরনের অস্ত্রোপচার এনে দিতে পারে নতুন যুগের সূচনা।
বিশ্বে প্রথম এ ধরনের অস্ত্রোপচার করার জন্য ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড মেডিকেল সেন্টারকে বিশেষ অনুমতি দিয়েছিল যুক্তরাষ্ট্রের চিকিৎসা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
মেরিল্যান্ডের হ্যাগার্সটাউন শহরের শ্রমিক ডেভিড তখন নিশ্চিত মৃত্যুর মুখে ছিলেন।
তিনি মানব হৃদপিণ্ড প্রতিস্থাপনের জন্য উপযুক্ত অবস্থায় ছিলেন না এবং শুধুমাত্র লাইফ সাপোর্টের ওপর নির্ভর করে বেঁচে ছিলেন।
বিএসডি/ এলএল