নিজস্ব প্রতিনিধিঃ
আপডেট
সারাদেশে শুক্রবার ভোর থেকে ফের শুরু হচ্ছে কঠোর লকডাউন।সারাদেশ থেকে বিচ্ছিন্ন করা হবে রাজধানী ঢাকা।সরকারের পক্ষ কঠোর হুঁশিয়ারি দেয়া হয়েছে।বলা হেয়েছে স্বাস্থ্যবিধি পালনের ক্ষেত্রে অনুসরণ করা হবে জিরো টলারেন্স নীতি। ২৩ জুলাই ভোর থেকে ৫ আগস্ট পর্যন্ত দুই সপ্তাহের লকডাউনে সব সরকারি-বেসরকারি অফিসের পাশাপাশি তৈরি পোশাক কারখানাও বন্ধ থাকবে।এ প্রসঙ্গে বুধবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন গণমাধ্যেমে তিনি বলেন ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে ১৪ দিনের কঠোরতম বিধি-নিষেধ। এই ইস্যুতে গুজবে কান দেয়ার আহ্বান জানিয়েছেন ।এ সময় তিনি আরও বলেন, বিধি-নিষেধ শিথিলতার মেয়াদ বাড়ছে না। ঈদের পরদিন বিধি-নিষেধ শুরু হয়ে চলবে ৫ অগাস্ট পর্যন্ত। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শেষ মুহূর্তে জারি করা এক প্রজ্ঞাপনে এ ধরনের ইঙ্গিত দেয়া হয়েছিল।প্রজ্ঞাপন অনুসারে, লকডাউন চলাকালীন খাদ্য উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে জড়িত কারখানা, চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা, ওষুধ কারখানা এবং অক্সিজেন সরবরাহ ও ভাইরাস মোকাবিলা সংক্রান্ত বিভিন্ন উপকরণ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো বিধি-নিষেধের আওতামুক্ত থাকবে।
এতে আরো বলা হয়, এ লকডাউনে ব্যক্তিগত যানসহ সব ধরণের গণপরিবহন, অর্থাৎ- রেল, আভ্যন্তরীণ ফ্লাইট ও নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। কেবল জরুরি পণ্যবাহী যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে।
বিএসডি/মাজিদ