ক্রীড়া ডেস্ক,
টোকিওতে প্যারা অলিম্পিক গেমস সামনে রেখে চলছে প্রস্তুতি। অলিম্পিক ভিলেজে গেমস শুরুর আগে গড়ে উঠেছে অস্থায়ী সংস্কারমূলক কর্মশালা। যেখানে প্যারা অলিম্পিক অ্যাথলিটরা তাদের প্রয়োজন মত সবকিছু মেরামত করিয়ে নিতে পারবেন। এছাড়া গেমসের ভেন্যুগুলোতেও খেলা চলাকালে অ্যাথলিটদের সুবিধার্থে রাখা হয়েছে এমন মেরামত বুথ।
টোকিও অলিম্পিক শেষ। অলিম্পিক মশাল পৌঁছেও গেছে পরবর্তী আয়োজক ফ্রান্সের প্যারিসে। কিন্তু টোকিওতে এখনও বাকি আছে প্যারা অলিম্পিকের আসর বসার। প্রস্তুতিও চলছে জোরেসোরে।
টোকিও প্যারা অলিম্পিক গেমস সামনে রেখে এরই মধ্যে প্যারা অলিম্পিক ভিলেজে বেশ কিছু অস্থায়ী কর্মশালা গড়ে উঠেছে। যেখানে প্যারা অলিম্পিয়ানরা তাদের ব্যবহৃত হুইলচেয়ার থেকে শুরু করে যেকোন সরঞ্জামাদি মেরামত করতে পারবেন সহজেই।
গেমস চলাকালীন প্যারা অলিম্পিকের ভেন্যুগুলোতেও থাকবে এসব অস্থায়ী কর্মশালা। সবগুলো ভেন্যু মিলিয়ে এমন ১৪টি টেকনিক্যাল মেরামত বুথের ব্যবস্থা রেখেছে অলিম্পিক কর্তৃপক্ষ। যেন প্রয়োজন পড়লেই অ্যাথলিটরা তাদের কাঙ্ক্ষিত সেবাটি পেয়ে যান।
অলিম্পিকের মত প্যারা অলিম্পিকেও অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অ্যাথলেট। আর তাই এসব প্যারা অলিম্পিয়ানদের যেন কোন ভাষাগত সমস্যায় পড়তে না হয় সেজন্য ২৬টি ভাষায় দেওয়া হবে এই সেবা।
সবমিলিয়ে বিশ্বের মোট ১০০ জন বিশেষজ্ঞ নিয়ে আয়োজন করা হয়েছে এই কর্মশালার। আর এসব কর্মশালায় ২ হাজারেরও অধিক সরঞ্জামাদি মেরামতের ব্যবস্থা রয়েছে।
সাঁতার, বাস্কেটবল, টেবিল টেনিস, হুইলচেয়ার ফেন্সিং ছাড়াও এবারের প্যারা অলিম্পিক গেমসে ২২টি খেলার ৫৪০টি ইভেন্টে অংশ নেবেন অ্যাথলিটরা। এবার বিভিন্ন দেশ থেকে আসা ৪ হাজারেরও বেশি অ্যাথলিটের অংশ নেয়ার কথা রয়েছে।
টোকিওতে ২৪ আগস্ট শুরু হয়ে ৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে প্যারা অলিম্পিক গেমস।
বিএসডি/আইপি