নিজস্ব প্রতিনিধি:
সবার আগে বিদায় লিটনের
একাদশে টিকে গেলেও উইকেটে বেশিক্ষণ টিকলেন না লিটন কুমার দাস। আউট হয়ে গেলেন তৃতীয় ওভারেই।
শুরুটা লিটনের ছিল দারুণ আশা জাগানিয়া। ম্যাচের প্রথম ওভারে মইন আলিকে টানা দুটি চার মারেন ডাউন দা উইকেটে খেলে। শরীরী ভাষা তার মনে হচ্ছিল দারুণ ইতিবাচক। কিন্তু ব্যাটিংয়ে সেটির প্রতিফলন ফেলতে পারলেন না। তৃতীয় ওভারে মইনকে একটু শাফল করে সুইপ খেলার চেষ্টা করলেন। বল তার ব্যাটের ওপরের দিকে লিগে সহজ ক্যাচ গেল স্কয়ার লেগে। বল হাতে জমালেন লিয়াম লিভিংস্টোন।
লিটনের দুঃসময় দীর্ঘায়িত হলো আরও। ৯ বলে ৮ রানে আউট হলেন তিনি। ২.২ ওভারে বাংলাদেশ ১ উইকেটে ১৪।
একই দল নিয়ে ইংল্যান্ড
ওয়েস্ট ইন্ডিজকে হারানো ম্যাচের একাদশ ধরে রেখেছে ইংল্যান্ড। তাদের একাদশ নিয়ে সত্যি বলতে ভাবনার জায়গা ছিল একটিই, দাভিদ মালান নাকি মার্ক উড? শেষ পর্যন্ত বাড়তি ব্যাটসম্যান খেলানোর কৌশলই আরেকবার বেছে নিয়েছে তাদের টিম ম্যানেজমেন্ট।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জস বাটলার, জনি বেয়ারস্টো, দাভিদ মালান, ওয়েন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টাইমাল মিলস।
একাদশে শরিফুল
চোট নিয়ে মোহাম্মদ সাইফ উদ্দিন ছিটকে পড়ায় বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন অবধারিতই ছিল। শেষ পর্যন্ত বদল সেই একটিই। সাইফের জায়গায় এসেছেন শরিফুল ইসলাম। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা বাঁহাতি পেসারের এবার অভিষেক হচ্ছে বড়দের বিশ্বকাপে।
ব্যাটিং ফর্ম বাজে এবং গত ম্যাচে ফিল্ডিংয়ে দুটি ক্যাচ ছাড়ার পরও একাদশে টিকে গেছেন লিটন দাস। সৌম্য সরকারকে তাই থাকতে হচ্ছে বাইরেই।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।
ব্যাটিংয়ে বাংলাদেশ