ডেস্ক রিপোর্ট-
সাতটি ক্যাটাগরিতে চলতি বছর শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য ১২ জন মনোনীত হয়েছেন।
আগামীকাল বৃহস্পতিবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পুরস্কার প্রদান করবেন।
এ বছর সাতটি ক্যাটাগরিতে মোট ১২ জন পাচ্ছেন এ পুরষ্কার। এরমধ্যে আজীবন সম্মাননা পাচ্ছেন কাজী সালাহউদ্দীন। এছাড়া সেরা ক্রীড়াবিদ মনোনীত হয়েছেন রোমান সানা, মারিয়া আক্তার ও মাহফুজা খাতুন শিলা।
এ দিকে, আকবর আলী, ফাহাদ রহমান ও উন্নতি খাতুন সেরা উদীয়মান ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন। এছাড়া সেরা সংগঠক হয়েছেন মঞ্জর কাদের ও কা শৈল্হা। আর চলতি বছর সেরা ফেডারেশন মনোনীত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিএসডি/এমএম