জেলা প্রতিনিধি, শেরপুর:
দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত শেরপুর সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন-পরবর্তী সহিংসতায় ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১২ নভেম্বর) সকাল ১০টায় সদর উপজেলার ৬ নম্বর চরে এই ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, কামারেরচর ইউপি সদস্য ফুটবল প্রতীকের মোস্তাফিজুর রহমান মুক্তা ও মোরগ প্রতীকের প্রার্থী আহসান হাবীব সমর্থকদের মধ্যে সকালে বাগবিতণ্ডা হয়।
এরই ধারাবাহিকতায় মোস্তাফিজুর রহমান মুক্তার সমর্থকরা দা, ছুরি, বল্লম, টেঁটা নিয়ে আহসান হাবীব সমর্থকদের ওপর হামলা করে। এ ঘটনায় অনন্ত ১৫ জন আহত হয়। যাদের মধ্যে মুমূর্ষু আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেলে রেফার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার (ওসি-তদন্ত) বন্দে আলী জানান, নির্বাচন-পরবর্তী সহিংসতায় দুপক্ষের সংঘর্ষ হয়েছ। ঘটনার পর পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। শান্তিশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ওই এলাকায় অবস্থান করছে।