খেলাধূলা প্রতিনিধি:
পান্ডিয়ার আউটের পর ডেভিড মিলারকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন ঋদ্ধিমান। তৃতীয় উইকেট জুটিতে ২৪ বলে ৩৭ রান তুলে ফেলেন তাঁরা। সেই সময়ে মনে হচ্ছিল জিতেই যাবে গুজরাট। কিন্তু আবার আঘাত হানেন উমরান। তুলে নেন ঋদ্ধিমানকে। এরপর নিজের শেষ ওভারে এসে পরপর দুই বলে মিলার ও অভিনবকে ফিরিয়ে হায়দরাবাদকে ম্যাচে ফেরান উমরান। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। এবারের আইপিএলে এ নিয়ে ভারতীয় পেসারের উইকেট হলো ১৬টি। সতীর্থ নটরাজনের সঙ্গে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি। সর্বোচ্চ ১৮ উইকেট রাজস্থান রয়্যালসের স্পিনার যুজবেন্দ্র চাহালের।
১৪০ রানে ৫ উইকেট হারায় গুজরাট। ২৪ বলে গুজরাটের তখন জয়ের জন্য রান প্রয়োজন ছিল ৫৬। রশিদ খানকে নিয়ে লক্ষ্যের দিকে ছুটতে শুরু করেন রাহুল তেওয়াতিয়া। ছুটতে ছুটতে শেষ ওভারে এসে গুজারাটের দরকার পড়ে ২২ রান। ইয়ানসেনের প্রথম বলেই ছক্কা মারেন তেওয়াতিয়া। দ্বিতীয় বলে ১ রান নেন তিনি। তৃতীয় বলে ছক্কা মারেন রশিদ, পরের বলে কোনো রান পাননি। পঞ্চম বলে আবার ছক্কা মারেন আফগানিস্তানের অলরাউন্ডার। শেষ বলের হিসেব দাঁড়ায় ৩ রানের। ইয়ানসেনের শেষ বলে ছক্কা মেরে গুজরাটকে শীর্ষে তোলেন রশিদ। ম্যাচ শেষে তেওয়াতিয়া অপরাজিত ছিলেন ২১ বলে ৪০ রানে। রশিদ ১১ বলে করেছেন অপরাজিত ৩১ রান।
এর আগে অভিষেক ৪২ বলে ৬ চার ও ৩ ছয়ে করেছেন ৬৫ রান। মার্করাম ৫৬ রান করেছেন ৪০ বলে, দুই চার ও তিন ছয়ে। সাত নম্বরে ব্যাট করতে নামা শশাঙ্ক ৬ বলে করেছেন অপরাজিত ২৫ রান (১ চার ও ৩ ছয়)।
বিএসডি/ এমআর