আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ প্রথম আলোকে বলেন, তাপমাত্রা ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। শৈত্যপ্রবাহ এ যাত্রায় শেষ হয়ে গেছে। তবে আগামী সপ্তাহে বৃষ্টির পর আবার শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
১০ থেকে ১৫ জানুয়ারির মধ্যে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানান ওমর ফারুক। তিনি বলেন, ১১ জানুয়ারি উত্তরের কিছু জনপদে বৃষ্টি হবে। ১৪ থেকে ১৫ জানুয়ারির দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। এরপরই নতুন করে শৈত্যপ্রবাহ আসতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে, ৩০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁর বদলগাছিতে, ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
বিএসডি/ এলএল