নিজস্ব প্রতিবেদক,
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুকে পড়ো বাংলাদেশকে জানো’ শীর্ষক বই পড়া উৎসবের পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে এ পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, উপজেলা মাধ্যমিক অফিসার পারভিন আক্তার।
উপজেলা প্রশাসন জানায়, বই পড়া উৎসবে উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অষ্টম-দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া নির্বাচিত ৩শ জন শিক্ষার্থীর বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়া চীন’ এই তিনটি বিখ্যাত বই পৌঁছে দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের দেওয়া বুক রিভিউ মূল্যায়নের মাধ্যমে সেরা রিভিউ প্রদানকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
এর আগে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যােগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিএসডি/আইপি