জবি প্রতিনিধি:
দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ শুরু হয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা। দুপুর ১২টা-১ টায় বিজ্ঞান অনুষদের ‘ক’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে পরীক্ষার্থীদের দাবি শর্ট সিলেবাসে পরীক্ষা হবার কথা থাকলেও বেশ কিছু বিষয়ে সম্পূর্ন সিলেবাস থেকে প্রশ্ন করা হয়েছে। এতে তাদের পরীক্ষা তুলনামূলক খারাপ হয়েছে।
শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভাষ্যমতে ২০২১-২০২২ সালের গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসে নেওয়ার কথা ছিল। কেননা তাদের এইচ.এস.সি পরীক্ষা মাত্র ৩ টি বিষয়ের উপর(রসায়ন,পদার্থ বিজ্ঞান , উচ্চতর গণিত অথবা জীববিজ্ঞান , যেকোনো একটি বিষয়) শর্ট সিলেবাসে নেওয়া হয়েছিল। তবে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণকারী ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অভিযোগ করেছেন সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে থেকেও প্রশ্ন এসেছে ।
শিক্ষার্থীদের দাবি, এইচএসসি পরীক্ষা তারা শর্ট সিলেবাসে পরীক্ষা দেওয়ায় , গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রিপারেশন ও তারা শর্ট সিলেবাসে নিয়েছিল।কিন্তু পরীক্ষা হলে এসে দেখে এছাড়াও কয়েকটি বিষয়ে সামান্য কিছু প্রশ্ন সম্পূর্ন সিলেবাস থেকে আসলেও মূলত উচ্চতর গণিত ও জীববিজ্ঞানের বেশ কিছু প্রশ্ন সম্পূর্ন সিলেবাস থেকে এসেছে।ফলে তারা উত্তর করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হন।
তবে গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক দাবি করেছেন বোর্ডের নির্ধারিত সংক্ষিপ্ত সিলেবাস থেকেই প্রশ্ন করা হয়েছে। কোনো পরীক্ষার্থীর অভিযোগ থাকলে তা লিখিত আকারে ভর্তি কমিটিকে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
রামপুরা থেকে আসা গুচ্ছ পরীক্ষার্থী শাফায়েত ইসলাম বলেন, “ভাই প্রশ্নের কথা আর বইলেন না , গণিত অর্ধেকের বেশি সিলেবাসের বাইরে থেকে আসছে।২৫ টা এর মধ্যে মাত্র ১১ টা দাগাইছি। বায়োলজি ও বাইরে থেকে আসছে। বাকি সবাজেক্ট গুলা মোটামুটি সিলেবাস থেকে আসছে”
হলি ক্রস কলেজের শিক্ষার্থী সামিয়া রহমান বলেন,”প্রশ্ন মোটামুটি আসছে। যা আসছে পারার মত। কিন্তু ম্যাথ ৫০ ভাগ শর্ট সিলেবাসের বাইরে আসছে।তাই সব গুলা উত্তর করতে পারি নাই। জানিনা আল্লাহ কি রাখছে কপালে ”
সেন্ট্রাল উইমেন্স কলেজের শিক্ষার্থী প্রেমা শর্মা বলেন,” ম্যাথ, বায়ো ফুল সিলেবাস। কেমিস্ট্রি , ফিজিক্স ও সিলেবাসের বাইরে ছিল , তবে কম। ফিজিক্স প্রশ্ন কিছুটা ইজি লাগছিল। এত বড় একটা পরীক্ষায় এই ধরনের কাজ করবে ভাবি নাই”
উল্লেখ্য,’ক’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা ৫ বিষয় ( বাংলা , ইংরেজি , উচ্চতর গণিত, পদার্থ বিজ্ঞান , রসায়ন এবং জীববিজ্ঞান ) এর উপর অনুষ্ঠিত হয়েছে। মূলত উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা গেলেও , অন্যান্য বিষয় গুলো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
বিএসডি/ফয়সাল