অনলাইন ডেস্ক
নয় দিন বিরতির পর জাতীয় সংসদের মুলতবি হওয়া বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত রয়েছেন। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ অসুস্থ হওয়ায় উপস্থিত হতে পারেননি বলে জানা গেছে। তবে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপস্থিত রয়েছেন।
গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশন চার কার্যদিবস চলার কথা ছিল। কিন্তু বর্তমান সংসদের দুইজন সদস্য মারা যাওয়ায় সংসদের কার্যক্রম দুই কার্যদিবস স্থগিত করা হয়।
গতকাল সোমবার জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী মারা যাওয়ায় সংসদে শোক প্রস্তাব আনা হয়েছে। তার জীবনীর ওপর আলোচনা হচ্ছে। এর আগে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়েছে।
এদিন পানি সম্পদ মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের প্রশ্নোত্তর রয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিদেশ সফরে ছিলেন। অন্যদিকে ডেপুটি স্পিকার চিকিৎসার জন্য ভারতে আছেন। এজন্য দীর্ঘ এ মুলতবি।
বিএসডি/এমএম