প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সব নাগরিকদের করোনার টিকা দেওয়া হবে, আমরা সে লক্ষে বিভিন্ন দেশ থেকে টিকা আমদানির চেষ্টা করছি। এটাতে যত টাকাই লাগুক আমরা তা দেব।
মঙ্গলবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থ বছরের বাজেটের ওপর বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, টিকা সংগ্রহের জন্য আমরা ভারতের সঙ্গে চুক্তি করেছিলাম, কিন্তু তাদের দেশে কোভিড ব্যাপকহারে বেড়ে যাবায় তারা টিকা দিতে পারছে না। বিকল্প হিসাবে আমরা চীন রাশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করেছি। দ্রুত টিকা আনা সম্ভব হবে। আমরা এ বছরে ১ কোটি ১৪ হাজার ৬০০ ডোজ টিকা দিয়েছি। বর্তমানে আমরা বিদেশগামী শ্রমিকদের অগ্রাধীকার ভিত্তিতে টিকার ব্যবস্থা করেছি। স্কুল কলেজের শিক্ষার্থীদের টিকা দেবার কর্মসূচি নেওয়া হয়েছে। এটা শেষ হলে আমরা স্কুল কলেজে দেব।
তিনি বলেন, টিকা আমদানী, ডাক্তার নার্স নিয়োগে আমরা স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়েছি। আরও ১০ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছি। আমরা টিকা কেনার জন্য বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে ২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার আশ্বাস পেয়েছি। আমরা আগামী জুলাই থেকে সকলকে করোনার টিকা দেওয়া শুরু করবো। পরষ্পর ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে।
তিনি বলেন, করোনা সত্ত্বেও আমাদের অর্থনীতি সচল আছে, থাকবে। আমরা শ্রীলঙ্কাকে ২৫০ মিলিয়ন ইউএস ডলার ঋণ দিয়েছি। সুদান ও সোমালিয়ার ঋণ মওকুভ করে দিয়েছি।প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারিকালে আমরা সেফটি নেট প্রোগ্রাম বাড়িয়েছি। কেউ না খেয়ে মরবে না। আমরা ইনশাআল্লাহ ২০৪১ সালে উন্নত দেশে রুপান্তরিত হবো।