সাভার প্রতিনিধি:
এক সপ্তাহের ব্যবধানে কমেছে মুরগির দাম। গত সপ্তাহের তুলনায় কেজিতে ৩০-৪০ টাকা পর্যন্ত কমেছে। এর আগে, ব্রয়লার মুরগির দাম ছিল ১৯০-২০০ টাকা। তবে বাজারে এখনও সোনালি ও লাল লেয়ার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে।
এখন সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩৩০-৩৫০ টাকা। আর লাল লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকা। আজ শনিবার বিকেলে সাভারের ভাকুর্তায় মুরগির পাইকারী ব্যাবসায়ীদের সাথে কথা বললে বর্তমান সময় কে জানায়, গত সপ্তাহে মুরগির দাম বেশি ছিল। যার কারণে খামার থেকে মুরগি বিক্রি একটু কম হয়েছে। এখন দাম কমায় মুরগি বিক্রির চাহিদা একটু বেড়ে গেছে। তবে গত কয়েকদিন ধরে মুরগি বিক্রি করে তারা ভালো টাকা উপার্জন করেছে বলে জানা গেছে। এসময় পাইকারি ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন বর্তমান সময় কে বলেন, আমার ফার্মে ২ হাজার সোনালী মুরগি আছে। আর মাত্র কয়েকদিনের মধ্যে এগুলো বিক্রি করা হবে। মুরগির বাজারের দাম এখন একটু বেশি। তবে মুরগির খাদ্যের দাম দিন দিন বেড়েই চলেছে। আগে ছিল ২ হাজার ৫০০ টাকা, আর এখন হয়েছে ২ হাজার ৭০০ টাকা। সবমিলিয়ে মুরগির দাম বেশি হওয়ায় এইবার কিছুটা লাভ হবে আশা করছি। ব্রয়লার খুচরা ব্যাবসায়ী ইমন হোসেন বলেন, গত সপ্তাহের চেয়ে মুরগির দাম কিছুটা কমেছে। টানা দুই দিন ধরে আমার দোকানে মুরগি বিক্রি একটু বেশি হচ্ছে। সকালে ৭০ টি মুরগি ১৪০ টাকা করে পাইকারি দামে কিনে আনছি। তবে আজকের বাজারের রেট অনুযায়ী ১৬০ টাকা করে ক্রেতাদের কাছে ব্রয়লার মুরগি বিক্রি করা হয়েছে। অন্যদিকে পাইকারি ডিম বিক্রেতা শাহআলম হোসেন বর্তমান সময় কে বলেন, ডিমের দাম গত সপ্তাহের চেয়ে বেড়ে গেছে। এখন প্রতি খাচি সাদা ও লাল ডিম বিক্রি করছি ২৬০-২৮০ টাকা করে। গত সপ্তাহে ১১০ টাকা ডজনের ডিম কিনতে এখন ক্রেতাকে ১১৫-১২০ টাকা গুনতে হচ্ছে। এছাড়া মুদি দোকানগুলোতে ডিমের হালি ৩৫ টাকার উপরেও বিক্রি করা হচ্ছে বলে জানান তিনি।
বিএসডি /ইয়াসিন /আইপি