ক্রীড়া ডেস্ক:
অনেকদিন ধরেই ব্যাট হাতে ফর্মে ছিলেন না সাকিব আল হাসান। স্কটল্যান্ডের বিপক্ষে হারের ম্যাচেও ২৮ বলে ২০ রান করেও সমালোচিত হয়েছিলেন তিনি। তবে বাঁচা-মরার লড়াইয়ে ওমানের বিপক্ষে ব্যাটে- বলে জ্বলে উঠেছিলেন সাকিব।
তাতে দলও পেয়েছে স্বস্তির জয়। বাংলাদেশ যখন শুরুতেই দুই উইকেট হারিয়ে দিশেহারা। তখন সাকিব এগিয়ে এসে হাল ধরেন দলের ব্যাটিংয়ের। ৬ চারে ২৯ বলে ৪২ রানের ইনিংস খেলেন। বল হাতেও আলো ছড়িয়েছেন। ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সাকিব। এর মধ্যে ছিল ভয়ঙ্কর হয়ে ওঠা জাতিন্দর সিংয়ের উইকেটও।
এই ম্যাচের পর সাকিবের বেশ কয়েকটি রেকর্ড পোস্ট করে ইএসপিএন ক্রিকইনফো। ওই ছবি নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে শেয়ার করে সমালোচকদের এক হাত নিয়েছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। লিখেছেন, সমালোচিত হয়েও সাকিবের প্রাধান্য দেশ।
তিনি লিখেছেন, ‘এগুলো কেবল মাইলফলক না। এসব পরিশ্রম ও সংকল্পবদ্ধতার ফল। তুমি কখনো ভয়ে অথবা অন্য কোনো কারণে পিছিয়ে যাওনি। কাজটা কত কঠিন, সেটা কোনো ব্যাপার না। দেশের সবচেয়ে সমালোচিত ব্যক্তি হয়েও দেশই তোমার কাছে প্রাধান্য পেয়েছে। তুমি তিরের মতোই সরল।
বিএসডি/এসএসএ