নিজস্ব প্রতিবেদক
২০২০-২১ শিক্ষাবর্ষে দেশের ২০ বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফলাফল আজ বুধবার (২৫ আগস্ট) প্রকাশ করা হয়েছে।
শিক্ষার্থীরা এদিন দুপুর ১২টা থেকে সমন্বিত ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইট (https://gstadmission.ac.bd) থেকে এ ফলাফল জানতে পারবেন। সমন্বিত ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, পরীক্ষার চূড়ান্ত আবেদন আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। সপ্তাহব্যাপী এই আবদেন চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রাথমিক আবেদনে উত্তীর্ণ প্রার্থীরা ১ হাজার ২০০ টাকা ফি জমা দিয়ে চূড়ান্ত আবেদন করতে হবে।
প্রথমবারের মতো ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে। এসব বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন করেছেন ১ লাখ ৩১ হাজার শিক্ষার্থী।
সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, আগামী অক্টোবরে ভর্তি পরীক্ষা নেয়ার চেষ্টা চলছে এবং ভর্তি পরীক্ষা নেয়ার জন্য সব প্রস্তুতি রয়েছে। বিজ্ঞান বিভাগ ছাড়া বাণিজ্য ও মানবিক বিভাগের প্রাথমিক আবেদনকারী সকল শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় বসতে পারবে।
গত শিক্ষাবর্ষে সাতটি কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষির প্রাধান্য থাকা বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষা শুরু করেছিল। গুচ্ছভিত্তিক পরীক্ষার মাধ্যমে একজন ভর্তিচ্ছু শিক্ষার্থী নিজ নিজ বিভাগে একটি পরীক্ষা দিয়েই যোগ্যতা ও আসন অনুযায়ী যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।
সংশ্লিষ্টরা জানায়, প্রাথমিক আবেদনে নির্বাচিতরা আগামী ১ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত আবেদন করতে পারবেন। শিক্ষার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ফলাফল, ইউজার আইডি ও পাসওয়ার্ড দেয়া হবে। যাদের মুঠোফোন নম্বরে সমস্যা হয়েছে, তাদের জন্য ওয়েবসাইটে একটি অপশন চালু করা হবে। সেখান থেকে মুঠোফোন নম্বর পরিবর্তন করা যাবে।
২০ বিশ্ববিদ্যালয় হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।