নিজস্ব প্রতিবেদক:
একুশে পদকপ্রাপ্ত শিল্পী সমরজিৎ রায় চৌধুরীর মরদেহ নেওয়া হবে চারুকলা ও কেন্দ্রীয় শহীদ মিনারে।
সোমবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে রাখা হবে তার মরদেহ।
প্রয়াত শিল্পী সমরজিৎ রায় চৌধুরীর একমাত্র ছেলে সুরজিৎ রায় চৌধুরী রাইজিংবিডিকে এ তথ্য জানান।
শিল্পী সমরজিৎ রায় চৌধুরীর প্রিয় প্রাঙ্গন, তাঁর শিক্ষাঙ্গন ও শিক্ষকতার স্থান চারুকলা অণুষদে ছাত্র-ছাত্রী ও সহকর্মীদের শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সাড়ে ১১টার পরে মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে।
কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের জন্য ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিল্পীর মরদেহ রাখা হবে।
এরপর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তার মরদেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হবে রাজধানীর রাজারবাগ বরদেশ্বরী কালি বাড়ি মহাশ্মশানে।
উল্লেখ্য, রোববার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৫ বছর বয়সে শিল্পী সমরজিৎ রায় চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিএসডি/এফএ