স্পোর্টস ডেস্ক
ফেডারশেন কাপের সেমিফাইনালে রহমতগঞ্জের বিপক্ষে মোহামেডানের হারের পর সাদা কালো দলের কয়েকজন সমর্থক ক্ষুব্ধ হয়েছিলেন। মোহামেডানের ফুটবল কমিটির সম্পাদক ও দলনেতা আবু হাসান চৌধুরি প্রিন্স, সাবেক জাতীয় তারকা ফুটবলার ও মোহামেডানের ট্যাকনিক্যাল কমিটির সদস্য ইমতিয়াজ সুলতান জনি সমর্থকদের রোষানলে পড়েছিলেন। এই অপ্রীতিকর উদ্ভূত পরিস্থিতির জন্য মোহামেডানের পরিচালক প্রিন্স মুগদা থানায় অভিযোগ দায়ের করেছেন।
ঐতিহ্যবাহী ক্লাবের পরিচালক আবু হাসান চৌধুরি প্রিন্স বলেন, ‘ওই দিনের বিষয়টি ক্লাবের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও পরিচালকদের অবহিত করি। ক্লাবের সাথে আলোচনা করে আমি ক্লাবের পক্ষ থেকে অভিযোগপত্র দায়ের করেছি। মুগদা থানা পুলিশ তদন্ত করে বিষয়টি নথিভুক্ত করবে।’
মোহামেডান ক্লাবের সঙ্গে দীর্ঘদিন রয়েছেন আবু হাসান চৌধুরি প্রিন্স। সমর্থকদের আকস্মিক এই আচরণ তাকে চরম ব্যথিত করেছে তাকে, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। ক্লাব ও দলের প্রতি ভালোবাসা থেকে নয়, যারা এটি করেছে সম্পূর্ণ ইচ্ছেকৃত এবং আদিষ্ট হয়ে।’
মোহামেডান ক্লাব নতুন পরিচালনা পর্ষদ নতুন রুপে মোহামেডানকে ফেরানোর চেষ্টা করছে। নতুন উদ্যম হলেও ক্লাবের নানা অর্ন্তদ্বন্দ্বে কিছু কিছু সময় বাধা হিসেবে আবির্ভূত হচ্ছে বলে ধারণা ক্লাব সংশ্লিষ্টদের।
বিএসডি/এসএ