নিজস্ব প্রতিবেদক:
কর্মকর্তা-কর্মচারীরা সময় মতো অফিসে উপস্থিত হচ্ছেন না- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সকল কর্মকর্তা-কর্মচারীকে সময় মতো অফিসে উপস্থিত হওয়ার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সোমবার (১ নভেম্বর) ডিএনসিসি সূত্রে এ বিষয়টি জানা গেছে।
জরুরি নির্দেশনা এবং বিজ্ঞপ্তিতে ডিএনসিসির সচিব মাসুদ আলম ছিদ্দিক উল্লেখ করেছেন, অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, ডিএনসিসির নগর ভবনের বিভিন্ন বিভাগ এবং আঞ্চলিক কার্যালয়ের কতিপয় কর্মকর্তা-কর্মচারী সময় মতো অফিসে উপস্থিত হচ্ছেন না। সেই সঙ্গে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া আগেই অফিস ত্যাগ করছেন, যা গণকর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) অধ্যাদেশ ১৯৮২ এর পরিপন্থি।
সেখানে আরও উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্টদের এমন কার্যকলাপ ও আচরণ দাফতরিক কর্মকাণ্ডে ব্যাঘাত সৃষ্টি করাসহ করপোরেশনের কাজের গতি ব্যাহত করছে। এই অবস্থায় ডিএনসিসিতে কর্মকরত সকল কর্মকর্তা ও কর্মচারীকে সময় মতো অফিসে উপস্থিতি নিশ্চিত করা এবং প্রধান নির্বাহী কর্মকর্তার পূর্বানুমতি ছাড়া অফিস ত্যাগ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিএসডি /আইপি