চাকরি ডেস্ক:
কয়েকটি কোর্সে প্রশিক্ষণ দিবে ‘মহিলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র’। মহিলা বিষয়ক অধিদফতরের পরিচালিনায় দেয়া হবে এই প্রশিক্ষণ। তবে খুশির খবর হলো প্রশিক্ষণের সম্পূর্ণ খরচই বহন করবে সরকার। এরইসঙ্গে থাকা-খাওয়াসহ থাকছে ভাতাও।
সম্প্রতি প্রশিক্ষণার্থী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রশিক্ষণ কোর্সের বিবরণ
কোর্সের নাম- বেসিক কম্পিউটার
যোগ্যতা- কমপক্ষে এইচএসসি পাস।
প্রশিক্ষণের মেয়াদ- ৩ মাস
কোর্সের নাম- পেস্ট্রি অ্যান্ড বেকারি প্রোডাকশন
যোগ্যতা- অষ্টম শ্রেণি পাস
প্রশিক্ষণের মেয়াদ- ৩ মাস
কোর্সের নাম- মাশরুম চাষ ও জৈব চাষাবাদ
প্রশিক্ষণের মেয়াদ- ৩ মাস
কোর্সের নাম- ড্রেস মেকিং অ্যান্ড টেইলরিং
প্রশিক্ষণের মেয়াদ- ৩ মাস
সুযোগ সুবিধা
১। সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণার্থীদের আবাসিক থাকা ও খাওয়ার ব্যবস্থা।
২। মাসিক ভাতা হিসেবে ৩০০ টাকা প্রদান।
৩। কোর্স শেষে সনদ প্রদান
৪। উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের জন্য জাপানে যাওয়ার ব্যবস্থা
ভর্তি হবেন যেভাবে
আগ্রহীদের আবেদনপত্র মহিলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, নরসিংহপুর (গ্যারেজ), জিরাবো, সাভার বরাবর পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ
৩ অক্টোবর, ২০২১।
বিএসডি/আইপি