নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অবৈধ দখলবাজদের কাছ থেকে সরকারি ৩০ শতাংশ জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ জমিতে সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রোববার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসিবা খান।
হাসিবা খান জানান, কামালপুর গ্রামের কামালপুর মৌজার ১৮৭৫ দাগে ৩০ শতক সরকারি জায়গা দীর্ঘদিন ধরে দখল করে ছিলেন কিছু অসৎ ব্যক্তি। তারা ওই জায়গায় স্থাপনা নির্মান করে ভোগদখল করে আসছিলেন। রোববার দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি খাস জায়গা উদ্ধার করা হয়। একই সঙ্গে দখলবাজদের কাছ থেকে সরকারি জায়গা আর কখনো দখল করবে না মর্মে মুচলেকা আদায় করা হয়।
তিনি বলেন, উদ্ধারকৃত জায়গায় গৃহহীনদের জন্য সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করা হবে। অভিযান চলাকালে কায়েমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা ও কসবা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলো।
বিএসডি/আইপি