সরকারি বিশেষায়িত খাতের তিন ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) এমডিকে বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) এমডি করা হয়েছে।
রোববার এ নিয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিকেবির নতুন এমডি হবেন মো. ইসমাইল হোসেন, তিনি এখন রাকাবের এমডি। আর রাকাবের নতুন এমডি হবেন মো. আবদুল মান্নান, তিনি এখন কর্মসংস্থান ব্যাংকের এমডি। আর সদ্য অবসরে যাওয়া বিকেবির এমডি শিরীন আখতারকে দুই বছরের জন্য কর্মসংস্থান ব্যাংকের এমডি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
বিএসডি/এসএফ