চট্টগ্রাম প্রতিনিধি:
সম্প্রতি চট্টগ্রামের মীরসরাইয়ের বালিকা উচ্চ বিদ্যালয়ের এক স্কুলছাত্রী অপহরণের ঘটনায় অপহৃতা স্কুল ছাত্রীকে কক্সবাজারের রামু থেকে সাড়শী অভিযানের মাধ্যমে উদ্ধার করেন সাংবাদিক জীবন কৃষ্ণ দেবনাথ।
তিনি মানবতার কল্যাণে অপহরণ, খুন, ধর্ষণ মামলা সংক্রান্ত ব্যাপারে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার অভিযান কাজ করে যাচ্ছেন।ঘটনার বিবরণে জানা যায় যে, পেশায় তিনি সাংবাদিক হলেও সমাজ দর্পণে তিনি একজন মানবিক দায়িত্ব পালনকারী কর্ণধার হিসাবে আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখে দীর্ঘদিন যাবৎ সমাজ উন্নয়নের পাশাপাশি মানবিক কল্যাণ কাজ করে যাচ্ছেন তিনি।
বিস্তারিত বিবরণে জানা যায় যে, সম্প্রতি চট্টগ্রামের মীরসরাই এলাকা থেকে মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী শ্রাবন্তী রাণী দে (১৩) কে অপহরণকারী লিটন ধর জোর পূর্বক অপহরণ করে চট্টগ্রামের মীরসরাই থেকে কক্সবাজার টেকনাফ সীমান্তে পাচারকালে দুদর্শ সাংবাদিক জীবন কৃষ্ণ দেবনাথ ঘটনার টের পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ও কক্সবাজার র্যাবের সহযোগিতায় ও প্রচেষ্টায় টেকনাফ সীমান্ত থেকে শ্রাবন্তীকে উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করেন। অন্যদিকে উক্ত মামলার প্রধান আসামী লিটন ধরকে সুকৌশলে আটক করে মীরসরাই থানায় রুজুকৃত মামলায় আদালতে প্রেরণ করেন।
ঘটনার রেশ না কাটতেই সম্প্রতি ১৪ ডিসেম্বর সিলেটের স্কুল পড়–য়া গার্মেন্টস্ কর্মী সোনিয়াকে অপহরণ ও নির্যাতনের অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম র্যাব-৭ এর আন্তরিকতাপূর্ণ সহযোগিতার মাধ্যমে দীর্ঘ ৬ ঘন্টা সাড়শী অভিযান চালিয়ে দুই ধর্ষকসহ ১ নারীকে আটক করতে সক্ষম হয়। উক্ত অভিযানে দুই ধর্ষক মোঃ মোশাররফ হোসেন ফেনীর ছাগলনাইয়া বল্লবপুর ও মোঃ শহীদ শর্ষেদী ফেনীসহ পতিতার রানী সাথী আক্তারকে চট্টগ্রামের আগ্রাবাদ মিস্ত্রিপাড়া এলাকায় নবনির্মিত ৬ষ্ঠ তলা ভবনের ছয় তলার ফ্ল্যাট থেকে অভিযান তাদের গ্রেফতার করতে সক্ষম হন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের আইনের আওতায় এনে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় হস্তান্তর মাধ্যমে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়। সূত্রে জানা যায়, উক্ত অভিযুক্ত পতিতা রানী সাথী আক্তার চালিয়ে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে সহজ সরল মেয়েদের অধিক বেতনের প্রলোভন ও লোভ দেখিয়ে চাকুরী পাইয়ে দেওয়ার নাম করে তাদেরকে অপহরণ করে বিদেশে পাচারসহ তাদেরকে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হতে বাধ্য করে। উদ্ধারকৃত সোনিয়া (১৬) অভিযোগ করে বলেন, অভিযুক্ত সাথী আক্তার তাকে প্রথমে চাকুরী দেওয়ার নাম করে আগ্রাবাদের মিস্ত্রিপাড়ায় তাল ফ্যাক্টরীর মোড়ে সাথীর পূর্ব পরিচিত মোশাররফ ও শহীদের বাসায় সোনিয়াকে নিয়ে গিয়ে জোর পূর্বক তাকে শ্লীতাহানির ঘটনা ঘটার মতো অভিযোগ করেন সোানিয়া। বিষয়টি তাৎক্ষনিক সাংবাদিক জীবন কৃষ্ণ দেবনাথের সুনজরে এলে তিনি দ্রুত গতিতে সোনিয়াকে সাথে নিয়ে চট্টগ্রামের র্যাব-৭ উর্ধ্বতন কর্মকর্তাদের আন্তরিকতা সহযোগিতার মাধ্যমে সোনিয়াকে উদ্ধারসহ এক নারীসহ অপহরণকারীদের উদ্ধার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, এ সমস্ত বিষয়গুলো অপহরণ আকৃতিতে থানায় মামলা হলেও প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ধার অভিযানে তেমন কোন ভূমিকা না থাকায় এক পর্যায়ে সাহসী পদক্ষেপ নিয়ে বহুল প্রচারিত নিয়মিত প্রচারিত দৈনিক আজকালের দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক জীবন কৃষ্ণ দেবনাথ নিজেই তার দায়িত্ব নিয়ে জীবনের ঝুঁকিতে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা এ সমস্ত উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। অপহরন সংক্রান্ত উদ্ধারের সংবাদ যতই গণমাধ্যমে ভাইরাল হচ্ছে ততই ভুক্তভোগীরা স্মরণপন্ন হচ্ছেন প্রচারিত দৈনিক আজকালের দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক জীবন কৃষ্ণ দেবনাথ এর কাছে। এদিকে, তিনি দুইটি উদ্ধার অভিযানে ব্যাপক ভূমিকা পালন করায় ইতিমধ্যে আরো একটি সাড়শী অভিযানে তিনি নিজেকে জীবনের ঝুঁকি নিয়ে চট্টগ্রামের কাটগড় মহিলা কলেজের ১ম বর্ষের ছাত্রী পপিকে (১৭)-কে, মাতা- মর্জিনা বেগম (৪০), স্বামী- দেলোয়ার হোসেনের একমাত্র মেয়েকে উদ্ধার অভিযান সহ অপহরণকারী মিজান (২২), পিতা- মোঃ আবু সালেক, মাতা- সোলেমা বেগম, সাং- চিত্রা, নোয়াপাড়া, কেন্দুয়া-কে ইপিজেড থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এ মামলা নং -০৮ এর পরিপ্রেক্ষিতে দ্রুত উদ্ধার অভিযানের ৩য় ধাপ হিসাবে আবারো ঝুকিঁপূর্ণতার মাধ্যমে কাজ করে যাচ্ছেন সাংবাদিক জীবন কৃষ্ণ দেবনাথ।
এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, একজন সাংবাদিক হিসাবে হাতে কাগজ কলম নিয়ে খবরের পিছনে পড়ে থাকলে চলবে না, খবরের পিছনের ঘটনাগুলো মুল ধারায় রূপান্তরিত করতে হলে বাস্তব বিষয়টাকে জনসম্মূখে তুলে আনতে হবে। আর এ জনসম্মূখে তুলে আনতে গেলে জীবনের ঝুঁকি নিয়ে আর্তমানবতার সেবায় নিজেকে রেখে একপাশে কলম চলবে অন্যপাশে মানবিকতার সেবায় কাজ চলবে এমন পরিপ্রেক্ষিতে কাজ না করতে পারলে বর্তমান সমাজে প্রকৃত সাংবাদিকতার কোন মূল্যই থাকে না। তিনি আরো বলেন প্রতিটি সাংবাদিকের কর্তব্য হিসেবে নিজেকে একটি দায়িত্ব ও দায়বদ্ধতা থেকে সমাজ পরিবর্তনের যে কোন একটি নিজের হাতে তুলে নিতে পারলে তাহলে উঠে আসবে সাংবাদিকতার আসল চিত্র। তিনি বিষয়ের পাশাপাশি দেশের জনগোষ্ঠীকে প্রতিটি সাংবাদিকের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।