ব্যক্তিগত প্রয়োজন কিংবা প্রতিষ্ঠানের গ্রুপচ্যাট, টেলিগ্রাম এখন অনেক জনপ্রিয়। সাইবার নিরাপত্তাবিদদের তথ্যানুযায়ী, প্লাটফর্মটিতে সাইবার হামলা দিন দিন বাড়ছে। প্রতিষ্ঠানটি পর্যবেক্ষণ করে জানিয়েছে, প্রতি মাসে ৩ লাখ ৪০ হাজারের বেশি সাইবার আক্রমণের শিকার হচ্ছে মেসেজিং প্লাটফর্মটি।
গত মাসে অর্থাৎ অক্টোবর জুড়ে এ ঘটনা ঘটেছে। নতুন এক ম্যালওয়্যার সম্পর্কিত প্রকাশিত প্রতিবেদনে হামলার বিষয়টি উঠে এসেছে। সাইবার সিকিউরিটি ফার্ম ক্যাসপারস্কি জানায়, যারা আরবি, আজেরি ভাষায় কথা বলেন তাদের ওপর ম্যালওয়্যারটি আক্রমণ চালায়।
থার্ড পার্টি বিভিন্ন অ্যাপে ফিচার ব্যবহারের সুযোগ পাওয়া গেলেও এগুলোর মাধ্যমেই ম্যালওয়্যার ছড়িয়ে থাকে। নতুন হোয়াটসঅ্যাপ স্পাই মোডটি শিডিউলড মেসেজ এবং কাস্টমাইজেবল অপশন অফার করে ঠিকই, তবে এতে ক্ষতিকর স্পাইওয়্যারও থাকে।প্রতি ৫ মিনিটে ভুক্তভোগীর পরিচিতি এবং অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য পাঠানো হয়। সঙ্গে আবার মাইক্রোফোন রেকর্ডিং সেট আপ করতে এবং স্টোরেজ থেকে ফাইল বের করতেও সক্ষম হয় এ স্পাই মডিউল।
সূত্র: টেকক্রাঞ্চ
বিএসডি/ এফ এ