কলারোয়া প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে ৩হাজার
পরিবার স্বাবলম্বী হয়েছে।
উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা সাইফুল আলম জানান, কলারোয়া পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নে ১৩৩টি সমিতি রয়েছে। এই সমিতির ৫হাজার সদস্যকে উপজেলা পল্লী দারিদ্র
বিমোচন ফাউন্ডেশন থেকে বিভিন্ন মেয়াদে ৫ কোটি টাকার ঋণ দেয়া হয়েছে।
এই উপজেলার অসহায় গরিব মানুষকে ঋণ নিয়ে হাস-মুরগী, গরু-ছালগ, ধান-চাল,
মাছ চাষ ও সেলাই মেশিনে কাজ করে ৩হাজার পরিবার স্বাবলম্বী হয়েছে।
এছাড়া প্রধান মন্ত্রীর কাছ থেকে কলারোয়ার ৩জন ঋণ গ্রহীতা পুরস্কার পেয়েছেন।
উপজেলার জালালাবাদ গ্রামের হামিদ আলী মোল্লার ছেলে ইসমাইল হাসেন,
উপজেলার পাঁচপোতা গ্রামের শাহাজদ্দীন ও উপজেলার শ্রীপতিপুর গ্রামের
খন্দকার আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম।