সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা তালুকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। রবিবার সকাল ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জিনাতুন নেসা তালুকদারের ছেলে ফয়সাল হাসান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগেও তিনি দীর্ঘদিন এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তার শারিরীক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় গত মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তার বড় ছেলে মাহমুদ হাসান ফয়সল জানান, মা দীর্ঘদিন থেকে বিভিন্ন অসুখে ভুগছিলেন। দীর্ঘদিন থেকে মায়ের চিকিৎসাও চলছিল। বার্ধক্যজনিত কারণে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এতোদিন লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দুই সন্তান নিয়ে মীরের চক এলাকায় বসবাস করতেন। আগামীকাল রাজশাহীতে তার জানাজা শেষে টিকাপাড়া গোরস্থানে সমাহিত করা হবে বলে জানিয়েছেন বড় ছেলে ফয়সল হাসান মাহমুদ।
বিএসডি/ এফ এ