সাভার প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে আশুলিয়ার জিরাবো মাষ্টারবাড়ী এলাকায় বাবু-পাপ্পু নিটওয়্যার লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ডিইপিজেড ফার্য়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত সময়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে কারখানায় আগুন লাগে। আগুনের তীব্রতা বেশী হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ওই কারখানায় গেঞ্জি তৈরি হত বলে জানা গেছে।
এ ঘটনায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা দিনায়াতুল হক দিনা বর্তমান সময়কে বলেন, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তখন কারখানা কর্তৃপক্ষের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।
বিএসডি / ইয়াসিন/ আইপি