সাভার প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় মারুফা নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১০ টার দিকে নরসিংহপুর এলাকায় একটি ভাড়া বাসা তার মরদেহ উদ্ধার হয়। নিহত মারুফা বেগম পিরোজপুর জেলার বাসিন্দা। তার স্বামী আল আমিন কুয়েত প্রবাসী। চার বছরের সন্তান নিয়ে তিনি নরসিংহপুরের একটি বাড়িতে ভাড়া থাকতেন। তিনি একটি পোশাক কারখানায় কাজ করতেন। নিহতের ছেলের বরাতে তার মামী আসমা বেগম বলেন, মারুফার (চাচাতো) দেবর প্রতিদিন দুপুরে তার বাসায় খেতে আসতেন। গতকাল দুপুরে তার সঙ্গে মারুফার ঝগড়া হয়। এক পর্যায়ে গলা টিপে তাকে হত্যা করে দেবর। তারপর বাইরে থেকে দরজা বন্ধ করে সে চলে যায়। ছেলের চিৎকারে আশপাশের লোকজন দরজা খুলে মারুফাকে মৃত অবস্থায় দেখে।
এ ঘটনায় আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) জিয়াউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিএসডি/ইয়াসিন/আইপি