সাভার প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় জমির বিরোধের জেরে ম্যানেজারকে মারধর করে ২৫০ হাঁস বিষ দিয়ে মেরে ফেলার অভিযোগ তুলেছেন এক খামারি ।
আজ বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার দরগার পাড় এলাকায় রাশেদ ভূঁইয়ার খামারে গিয়ে দেখা যায় হাঁসগুলো মরে পড়ে আছে। রাশেদ ভূঁইয়া বর্তমান সময় কে জানায়, এক বছর আগে চাচাতো ভাইয়ের কাছ থেকে লিজ নিয়ে এই খামার গড়ে তোলেন তিনি। ১০০ বেলজিয়াম ও ১৫০ খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা সংগ্রহ করে লালনপালন শুরু করেন। খামারের দেখভালের জন্য ম্যানেজারও রাখেন। হঠাৎ আজ দুপুরে ম্যানেজার ফোন করে জানায় যে জাহাঙ্গীর, ফারুক ও বশিরসহ কয়েকজন এসে শেডের চাবি চায়। চাবি না দেয়ায় তাকে মারধর করা হয়। সে পালিয়ে গিয়ে আমাকে ফোন করে। আমি খামারে গিয়ে দেখি একে একে সব হাঁস মারা যাচ্ছে।
তিনি আরও জানান, জাহাঙ্গীরের সঙ্গে জমি নিয়ে আমার বিরোধ চলছিল। গতকালকেও জাহাঙ্গীর খামারে দুইটা লোক পাঠায় ১০টা হাঁস চেয়েছিল খাওয়ার জন্য। আমি রাজি হইনাই দেখে সে হুমকি দিয়ে চলে যায়। আমি জিডিও করেছিলাম। এ কারণেই হয়ত সে হাঁসগুলো মেরে ফেলসে। অভিযোগের বিষয়ে পাশের গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, জমি নিয়ে মামলা চলছে। দুইপক্ষের উকিল নিয়ে বসার কথা ছিল। কিন্তু রাশেদ আসেন নাই। এরপর থেকে আজ পর্যন্ত ওনার সঙ্গে আমার কোনো কথা হয় নাই। হাঁস কীভাবে আমি মারব। তার সঙ্গেতো আমার কোনো যোগাযোগই নেই। ষড়যন্ত্র করেই আমাকে ফাঁসানো হচ্ছে।’ এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান জানান, রাশেদ থানায় জিডি করেছেন যে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। তবে হাঁস মারা যাওয়ার কোনো অভিযোগ এখনও পাওয়া যায়নি।
এ ঘটনায় সাভার উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, খামার মালিক থানায় অভিযোগ করলে পুলিশের মাধ্যমে হাঁসগুলোর ময়নাতদন্ত করা হবে। তারপরই নিশ্চিত করা যাবে, কীভাবে সেগুলো মারা গেল।
বিএসডি/ইয়াসিন/আইপি