নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র চলছে। সামনের দিনগুলোতে অনেক চ্যালেঞ্জ আসছে। এগুলোকে মোকাবিলা করাই এখন বড় চ্যালেঞ্জ।
মঙ্গলবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে ২০০৫ সালের ১৭ আগস্ট ঘৃণ্যতম সিরিজ বোমা হামলার প্রতিবাদে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।
ওবায়দুল কাদের বলেন, দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতিতে সৃষ্টি করে একযুগে সারাদেশে বোমা হামলা করে সাম্প্রদায়িক গুষ্ঠিরা। যখন এক যুগে সারাদেশে বোমা হামলা হয় তখন বিএনপি কেনো নীরব ছিলো। তারা এই ঘটনার সঙ্গে নিশ্চয়ই জড়িত বলে নীরব ছিলো। বিএনপি দেশের সব ঘটনার সঙ্গে জড়িত এই কথা অস্বীকার করার কোনো পদ নেই। এমনকি ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ডও বিএনপি।
তিনি বলেন, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা পরে আরো অনেকগুলো বোমা হামলার ঘটনা ঘটে। এমনকি বিচারপতিসহ কয়েকজন কে বোমা হামলা করে হত্যা করা হয়। এর পিছনে কারা ছিলো? কারা সাম্প্রদায়িক শক্তিকে মদদ দিয়েছে? তখন যারা ক্ষমতায় ছিলো, তারা এই সাম্প্রদায়িক শক্তিকে মদদ দিয়েছিলো। তাদের চিন্তা ছিলো মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা দেশের মানুষকে হত্যা করে, দেশের জনগণকে আগুন পুড়ে মারে তাদের কাছে রাষ্ট্র নিরাপদ নয়। তারা বারবার শেখ হাসিনাকে হত্যা করার জন্য চেষ্টা করেছে। সাম্প্রদায়িক হামলা করেছে এতে প্রমাণিত হয় যে দেশে সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৫ আগস্ট হত্যাকাণ্ডের কুশীলব।
খালেদা জিয়া জন্মদিন নিয়ে জাতীর সঙ্গে তামাশা করেছেন বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া জন্মদিনের নামে জাতীর সঙ্গে তামাশা ও প্রহসন করছে বিএনপি। একটা লোকের কীভাবে ছয়টা জন্মদিনের তারিখ হয়। সাহস আর সহমর্মিতা শিষ্টাচার থাকলে জন্মদিনের নামে তামাশা বন্ধ করুন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি,ঢাকা মহানগর উত্তর আওয়ামী ।
বিএসডি/এমএম