জবি প্রতিনিধি:
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে রচিত ‘সাম্প্রদায়িক বিষবাষ্প’ নাটকটি মঞ্চস্থ হয়েছে। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন (জবি) মুক্তমঞ্চের সভাপতি নাঈম রাজ।
রবিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মুক্তমঞ্চ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নাটকটি মঞ্চস্থ হয়।
এতে অভিনয়ে করেছেন, কপোতাক্ষী নূপুরমা সিঞ্চি, মমতাজ আরা বর্ষা, উম্মি হানি, রাকিবুল ইসলাম নিলয়, বিথী রানী মন্ডল, সৌরভ বিশ্বাস ও সজীব রায়। আলোক পরিকল্পনায় ছিলেন মাহবুবুর রহমান ও পোশাক পরিকল্পনায় কপোতাক্ষী নূপুরমা সিঞ্চি।
নাটকটির বিষয়বস্তু সম্পর্কে জবি মুক্তমঞ্চের সভাপতি নাঈম রাজ জানান, বর্তমানে আমরা এক ভয়াবহ মহামারির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছি, যেটি করোনা মহামারি থেকেও বীভৎস। যা দিন দিন সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটছে। মানুষ ভয়াবহভাবে সাম্প্রদায়িকতার বীজ বহন করে চলছে। ইতিপূর্বে আমরা বহু সাম্প্রদায়িক সহিংসতার নজির দেখেছি। যার ফলে এই রাষ্ট্র ধ্বংস আর রক্তাক্ততা ছাড়া কিছুই পায়নি।
তিনি আরও জানান , সাম্প্রদায়িকতা বিশেষ অর্থে খারাপ কিছু না হলেও এর প্রয়োগ যদি ধর্মীয় গোঁড়ামির ইঙ্গিত করে সেটা কখনোই মঙ্গলকর না। সাম্প্রদায়িক সহিংসতা কখনোই কাম্য নয়। তা নৈরাজ্য ছাড়া কিছুই দিতে পারে না।
এসময় নাটকটির প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ দর্শক হিসেবে উপস্থিত ছিলেন।
বিএসডি / এসএফ