ক্রীড়া ডেস্ক,
ক্রিস্টিয়ানো রোনালদো যে জুভেন্টাস ছাড়তে চাইছেন সেটা তিনি আগেই বুঝিয়ে দিয়েছিলেন। সিরি আ’র নতুন মৌসুমের প্রথম ম্যাচে উদেনেসের বিপক্ষে ছিলেন বেঞ্চে। ম্যাচের পরদিনই জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে রোনালদো জানিয়ে দেন, ক্লাব ছাড়তে চান। প্রথম দিকে রোনালদোকে পাওয়ার লড়াইয়ে ছিল ম্যানচেস্টার সিটি। গতকাল হঠাৎ রোনালদোর দলবদল নাটক নতুন মোড় নেয়। যখন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গানার সুলশার জানিয়ে দেন, রোনালদোকে ফেরাতে চায় ম্যানইউ। গতকালই ব্যক্তিগত বিমানে ইতালি ছাড়েন রোনালদো। দলবদল বিষয়ে নির্ভরযোগ্য সূত্র স্কাই স্পোর্টসের ইতালিয়ান সাংবাদিক ফাব্রিসিও রোমানো জানান, ম্যানসিটি নয় রোনালদো যোগ দিচ্ছেন ম্যানইউতে।
দুই বছরের চুক্তিতে ইউনাইটেডে ফিরছেন রোনালদো। জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি সরাসরি জানান রোনালদোর ইচ্ছার কথা। তিনি বলেন, ‘রোনালদো আমাকে জানিয়েছে সে জুভেন্টাস ছাড়তে চায়। এটা সত্যি এবং নিশ্চিত’। কিছু সময় পর ম্যানইউ কোচ ওলে গানার সুলশার বোমা ফাটান। এই নরওয়েজিয়ান কোচ বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো? তার সঙ্গে আমাদের ভালো যোগাযোগ রয়েছে। ব্রুনো (রোনালদোর জাতীয় দল সতীর্থ ব্রুনো ফার্নান্দেজ) তার সঙ্গে কথা বলেছে। সে জানে এ ব্যাপারে আমাদের অনুভূতি কী। রোনালদো যখনই জুভেন্টাস ছাড়বে সে জানে আমরা আছি।’ রোনালদো ইতালি ছাড়ার আগে গিয়েছিলেন জুভেন্টাসের অনুশীলনে। উদ্দেশ্য সতীর্থদের বিদায় জানানো।
ফাব্রিসিও রোমানো আরও জানান, রোনালদো তার এজেন্ট জর্জ মেন্ডেসকে জানিয়ে দিয়েছেন ম্যানইউতে ফিরতে চান। রোনালদোর এমন মনোভাবের কারণে তাকে পাওয়ার দৌড় থেকে ছিটকে পড়েছে ম্যানসিটি। রোনালদোর বিষয়ে আর না এগানোর সিদ্ধান্ত নিয়েছে সিটিজেনরা।
আগামী বছরের জুন পর্যন্ত জুভেন্টাসের সঙ্গে চুক্তি ছিল রোনালদোর। মাসিমিলিয়ানো অ্যালেগ্রি জুভেন্টাসে ফেরার পর নতুনভাবে শুরু চিন্তা করছেন। আর্থিক সঙ্কটে থাকা জুভেন্টাসও পথ খুঁজছিল রোনালদোকে বিক্রি করার। কেননা তারা রোনালদোর বার্ষিক ৩১ মিলিয়ন ইউরো বেতন বহনের সামর্থ্য হারিয়েছে।
১৮ বছর বয়সে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি থেকে রোনালদোকে ইংল্যান্ডে নিয়ে আসে ম্যানইউ। রেড ডেভিলদের জার্সিতে বিশ্ব তারকা হয়ে ওঠা রোনালদোর। ২০০৩ সাল থেকে ২০০৯ পর্যন্ত ইউনাইটেডের হয়ে জিতেছেন একটি চ্যাম্পিয়নস লীগ, তিনবার জেতেন ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা। লীগ কাপ দুইবার এবং এফএ কাপ জয়ের স্বাদ পেয়েছেন একবার। ২০০৮ সালে প্রথমবার ব্যালন ডি’অর জেতেন ম্যানইউর জার্সিতে দুর্দান্ত পারফরমেন্সের কারণেই। রেড ডেভিলদের হয়ে সাত বছরে ২৯২ ম্যাচে ১১৮ গোল রোনালদোর।
বিএসডি/এএ